র্যাব বুধবার (২৬ আগস্ট) দুপুরে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন সদরপাড়া এলাকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন জনৈক মো. জহুরুল ইসলাম লিটনের ‘লিটন অটো ওয়ার্কসপ’-এর সামনে ফাঁকা রাস্তার ওপর সন্দেহজনক পাথর বোঝাই একটি ট্রাক তল্লাশী করে। এ সময় ট্রাকের সামনের কেবিনে ড্রাইভার সিটের পিছনে স্টিলের বাকশের ভিতরে বিশেষ কায়দায় ৩টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা ও ১টি পাটের বস্তায় লুকানো ৭৬৩ বোতল ফেনসিডিল এবং ২টি টি লাল রংয়ের ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সাড়ে ১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় মাদক ব্যবসায়ী মো. রাসেল মিয়া, পিতা-মো. নয়ন মিয়া, গ্রাম নবগ্রাম, থানা-মানিকগঞ্জ এবং মো. রাব্বি পিতা-মো. শহিদ, গ্রাম রায়দক্ষিণ, থানা-সিংগাইর, উভয় জেলা মানিকগঞ্জকে গ্রেফতার করে।
এছাড়াও তারা পাথর ও বিভিন্ন মালামাল বহনের নামে অবৈধভাবে মাদকদ্রব্য, ফেনসিডিল ও গাঁজা ট্রাক এবং গণপরিবহনেরে মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া এবং দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে।
রংপুর র্যাব ১৩ মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোতূর্জা জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তা যাচাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।