কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩শ’ ৬০ জন মুক্তিযোদ্ধার রণাঙ্গনের স্মৃতিচারণ নিয়ে রচিত বইটি সম্পাদনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। তারই সভাপতিত্বে বইটির মোড়ক উন্মোচন করেন ১১ নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার, বীর বিক্রম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সকল ইউনিয়নের মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত এবং জীবিত মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।