মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে ‘বিজয় কাব্য’

‘বিজয় কাব্য’র মোড়ক উম্মোচন করছেন অতিথিরাদেশকে শত্রুমুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা। যুদ্ধাবস্থায় বাবা-মা, স্বজন কিংবা পরিবারের সদস্যদের খোঁজও নিতে পারেননি। রণাঙ্গন থেকে ফিরে কেউ শুনেছেন স্বজন হত্যার খবর, কেউ দেখেছেন মা কিংবা বোন পাশবিক নির্যাতনের শিকার। কারও বা বাড়িঘর জ্বালিয়ে দিয়ে গেছে শত্রু। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের এমন সব অভিজ্ঞতা আর রণাঙ্গনের বীরত্বের কাহিনী নিয়ে ৩৬০ মুক্তিযোদ্ধার স্মৃতিচারণমুলক বই ‘বিজয় কাব্য’। মঙ্গলবার (২৮ জুলাই) উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে দেশের সূর্য সন্তানদের স্বাধীনতা যুদ্ধকালীন অভিজ্ঞতার বর্ণনায় রচিত এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩শ’ ৬০ জন মুক্তিযোদ্ধার রণাঙ্গনের স্মৃতিচারণ নিয়ে রচিত বইটি সম্পাদনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। তারই সভাপতিত্বে বইটির মোড়ক উন্মোচন করেন ১১ নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার, বীর বিক্রম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সকল ইউনিয়নের মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত এবং জীবিত মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।