এদিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে সাইন বোর্ড ও বাঁশের বেড়া গুড়িয়ে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
প্রতিবন্ধী লুৎফর রহমান পাটোয়ারীর অভিযোগ, তারাগঞ্জ উপজেলার সদরের থানাপাড়া এলাকায় তার নিজের ক্রয় করা ৫শতক জমিতে মালিকানা সাইন বোর্ড ও বাঁশের বেড়া দিয়ে ঘেরা ছিলো। তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান ওই জমি তার কাছে বিক্রি করার প্রস্তাব দেন। কিন্তু তিনি জমি বিক্রি করতে রাজি না হওয়ায় গত মঙ্গলবার (২১ জুলাই) ওই নেতার নেতৃত্বে পার্শ্ববর্তী তারাগঞ্জ ফাজিল মাদ্রসার অধ্যাক্ষসহ ৫০-৬০ জন লোক তার জমিতে থাকা সাইন বোর্ড গুড়িয়ে দেন এবং বাঁশের বেড়া ভেঙে ফেলেন। এ সময় লুৎফর রহমানকে প্রাণ নাশেরও হুমকি দেওয়া হয়।
তিনি আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখলের অপচেষ্টার বিচার দাবি করেন।
তারাগজ্ঞ থানার ওসি জিন্নাত আলীর সঙ্গে শনিবার (২৫ জুলাই) মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় প্রতিবন্ধী বৃদ্ধের লিখিত অভিযোগ গ্রহণ করে মামলা রেকর্ড করা হয়েছে। মামলাটি তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমানের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।