রেলের অসুখ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলপথমন্ত্রী

 

বক্তব্য রাখছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজনএবার রেলে নিয়োগের আগে ডোপ টেস্ট করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘রেলপথে যোগাযোগকে আরও জনপ্রিয় ও সহজতর করার জন্য দেশের প্রত্যেকটি রেলপথকে ডাবল লাইনে রূপান্তর করা হবে। রেলকে আমরা অনেক দূর এগিয়ে নিয়েছি। অনেকটা গুছিয়ে এনেছি। রেলের কোথায়-কোথায় অসুখ আছে, তা আমি বুঝে ফেলেছি। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সোমবার (১৮ নভেম্বর) পঞ্চগড়ের দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন।  দেবীগঞ্জ পৌরসভা ও দেবীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথি ছিলেন।

রেলপথমন্ত্রী বলেন, ‘রেলের গতি ঘণ্টায় দেড়শ কিলোমিটার করার জন্য আমরা কাজ করছি। এখন প্রধান সমস্যা হলো আমাদের একটি মাত্র লাইন। বঙ্গবন্ধু সেতু থেকে বগুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হবে। এতে উত্তরাঞ্চলের দেড়শ কিলোমিটার রাস্তা কমে আসবে। বঙ্গবন্ধু সেতুর পাশ দিয়ে আরেকটি ডাবল লাইনের রেলসেতু নির্মাণ কাজ শুরু হবে মার্চেই। ডাবল লাইন না হওয়ায় রেলের সংখ্যা বাড়ানো যাচ্ছে না।’

সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম নূরুজ্জামান।