দিনাজপুরের হিলিতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সাগর মিয়া (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার ওই শিশু বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীনে আছে। সোমবার দুপুর দেড়টার দিকে হিলির পার্শ্ববর্তী ঘোড়াঘাট থানার ডুগডুগি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাগর মিয়া জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বিনধারা গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে দক্ষিণ জামালপুরের মাটিকাটা গ্রামে তার খালু আব্দুর রহিমের বাড়িতে থাকতো। নির্যাতনের শিকার ওই শিশু হিলির দক্ষিণ জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাকিল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন,‘রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসা ও তার ডাক্তারি পরিক্ষার জন্য জয়পুরহাট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
হাকিমপুর থানার (ওসি, তদন্ত) রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে জানান, ‘রবিবার দুপুরের ওই শিশু ধর্ষণের শিকার হয়। এরপর শিশুর মা তাকে অসুস্থ অবস্থায় থানায় নিয়ে আসে। চিকিৎসার জন্য তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কতৃপক্ষ তাকে জয়পুরহাট সদর হাসপাতালে পাঠায়। ওই ঘটনার রাতেই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে সাগর মিয়াকে অভিযুক্ত করে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে ঘোড়াঘাট থানার ডুগডুগি’র বাজার থেকে অভিযুক্ত সাগর মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তার বয়স ১৫ হওয়ার কারণে তার বিরুদ্ধে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।