কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, পর্নগ্রাফি ভিডিও সংরক্ষণ করা দুটি কম্পিউটারও জব্দ করা হয়েছে।
আটক মমিনুল ইসলাম (২৬) বাস টার্মিনাল এলাকার সাম্মি টেলিকমের কম্পিউটার অপারেটর। তিনি সদর উপজেলার পলাশ বাড়ি গ্রামের সাইদুর রহমানের ছেলে। আর রতন কুমার দাস (২৭) সুজামের মোড় এলাকার মা-বাবা টেলিকমের কম্পিউটার অপারেটর। তিনি সদর উপজেলার খানপাড়া গ্রামের নারায়ন চন্দ্র দাসের ছেলে।
কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, পর্নগ্রাফির প্রচলন বেড়ে যাওয়ার দেশব্যাপী ধর্ষণের প্রবণতা বেড়ে গেছে। একারণে পর্নগ্রাফির প্রবণতা কমাতে পুলিশ সুপারের নির্দেশে রবিবার দিবাগত রাতে অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে পর্নগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে।