আলী আজম জানান, ভারত থেকে শাড়ির একটি চালান নিয়ে একদল চোরাকারবারি দেশে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। এর ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার ভোরে হিলি সীমান্তের মংলা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে চারটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় বস্তাগুলো উদ্ধার করে তার ভেতরে উন্নতমানের ১৯৬ পিস শাড়ি পাওয়া যায়। শাড়িগুলোর বিজিবি নির্ধারিত সিজার মূল্য ৭ লাখ ৮৪ হাজার টাকা।