হিলিতে নৌকা প্রতীককে বিজয়ী করতে প্রচারণায় নেমেছেন মুক্তিযোদ্ধারা

হিলিতে নৌকা প্রতিককে বিজয়ী করতে প্রচারণায় নেমেছেন মুক্তিযোদ্ধারাদিনাজপুরের হিলিতে দিনাজপুর-৬ আসনে (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট উপজেলা) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিবলী সাদিককে বিজয়ী করতে প্রচারণায় নেমেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা।

বুধবার দুপুর ১২টায় হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেট থেকে হাকিমপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধারা দুটি ট্রাকে করে গণসংযোগ শুরু করেন। মুক্তিযোদ্ধারা হিলিসহ ঘোড়াঘাট, বিরামপুর ও নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় গিয়ে গণসংযোগ করছেন এবং জনগণের কাছে নৌকা প্রতীকের জন্য ভোট চাইছেন।

হাকিমপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিবলী সাদিককে বিজয়ী করতে আমরা প্রচারণায় নেমেছি। স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে এবং তাদের রুখে দেওয়ার জন্য মুক্তিযোদ্ধারা প্রচারণায় নেমেছে। আমরা হিলিসহ ঘোড়াঘাট, বিরামপুর, নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় যাচ্ছি এবং সেখানে গণসংযোগ করছি। সেই সঙ্গে জনগণকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।