বাসের ধাক্কায় সাবেক পুলিশ সদস্য নিহত

রাজশাহীতে বাসের ধাক্কায় পুলিশের সাবেক এক সদস্য নিহত হয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) বিকালে রাজশাহী নগরীর কাশিয়াডাঙা নগরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে।

নিহত সাবেক পুলিশ সদস্যের নাম ওলিউর রহমান (৭০)। তিনি নগরীর বুলনপুর এলাকার বাসিন্দা। তার নিজস্ব মিনি পিকআপের ব্যবসা আছে।

কাশিয়াডাঙ্গা থানার এসআই মনিরুজ্জামান বলেন, ওলিউর রহমান নগরপাড়া থেকে কাশিয়াডাঙ্গার রাস্তার পাশ ঘেঁষে যাচ্ছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী গ্রামীণ ট্রাভেলসের একটি বাস তাকে ধাক্কা দেয়। তাকে প্রায় ৫০ মিটার পর্যন্ত নিয়েও যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে। বাসের সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে। এ ছাড়াও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।