রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, অভিযুক্ত দুজন আটক

রাজশাহী নগরের সিঅ্যান্ডবি মোড়ে কয়েকজন যুবক রাস্তায় চলাচলকারী নারীদের উত্ত্যক্ত করার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে নগরের কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- মো. জুবায়ের হোসেন রাকিব (১৯) ও মো. সবুজ (২০)। জুবায়ের রাজপাড়া থানার লক্ষ্মীপুরের ভাটাপাড়ার মো. মোখলেছুর রহমান মুকুলের ছেলে ও সবুজ কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তর পাড়ার মো. রমজান আলীর ছেলে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার বিকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নগরের সিঅ্যান্ডবি মোড় থেকে পদ্মা নদীর ধারে যাওয়ার রাস্তার পাশে বসে আছে চার যুবক। তাদের সামনে দিয়ে নারী শিক্ষার্থীসহ কয়েকজন হেঁটে যাচ্ছিলেন। এ সময় তাদের উদ্দেশ্য করে হাতের ইশারায় এক যুবক অশ্লীল অঙ্গভঙ্গি করে। আর বাকি যুবকরা তখন মুখ দিয়ে নানা আওয়াজ করে তাদের উত্ত্যক্ত করেছিল।

ভিডিওটি আরএমপির নজরে আসার পর ওই চার যুবকের ছবিসহ তাদের পরিচয় শনাক্তে সহযোগিতা চাওয়া হয়। এ নিয়ে আরএমপির ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে বলা হয়েছে, ছবিতে দেখা কয়েকজন যুবক মহানগরের সিঅ্যান্ডবির মোড় এলাকায় পথচারী নারীদের উত্ত্যক্ত ও হেনস্তা করার পাশাপাশি ভিডিও ধারণ করছে—এমন কিছু চিত্র ও তথ্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। আরএমপি ইতিমধ্যে এ ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে। এই যুবকদের ছবি দেখে যদি কেউ তাদের নাম-ঠিকানা বা অন্য কোনও তথ্য জানেন, তাহলে আরএমপির তথ্য ও সেবাকেন্দ্রের হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

বিকালে আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও পুলিশের নজরে এলে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও আটকের নির্দেশ দেন আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। পরে পুলিশের একাধিক টিম আসামিদের আটক করতে অভিযান শুরু করে। এরপর রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল আলীমের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান চালিয়ে ভাইরাল হওয়া ভিডিওতে জড়িত যুবক জুবায়েরকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেলা ২টার দিকে সবুজকে কাশিয়াডাঙ্গা থানার ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে আটক করা হয়। অন্যদের আটক করতে অভিযান অব্যাহত আছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।