দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবলীগের কর্মী আহত

রাজশাহীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবলীগের কর্মী রবিউল ইসলাম রবি (৪০) আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নগরের ২৪ নম্বর ওয়ার্ডের খড়বোনার গাড়োয়ানপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত রবি রাজশাহী নগরের বিনোদপুর বাজার এলাকার আজিজুল ওরফে হাবলের ছেলে ও রাজশাহী সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মচারীও। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালিয়া মডেল থানার গাড়োয়ানপাড়ায় রবি ভাড়া বাসায় থাকতেন। বাড়ির সামনে রাত সাড়ে ৮টার দিকে চার-পাঁচ জন মোটরসাইকেলে এসে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তার বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়। দুর্বৃত্তদের মুখে রুমাল বাঁধা ও মাথায় হেলমেট ছিল। পরে আহত অবস্থায় রবিকে রামেক হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘তার পায়ে গুলি লেগেছে। রামেক হাসপাতালের অপারেশন থিয়েটারে আছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।’