সংস্কার করতে আর কত সময় লাগবে আপনাদের, প্রশ্ন রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সংস্কার করতে আর কত সময় লাগবে আপনাদের? বর্তমান সরকার অনুরাগীরা বলছেন, সংস্কার সম্পাদন না করে নির্বাচন দিলে যারা ক্ষমতায় আসবে তারা সংস্কার করতে পারবে কি না সন্দেহ। সংস্কার নিয়ে ধোঁয়াশা ও বিভ্রান্তি তৈরি করে কার লাভ হচ্ছে? সংস্কার হলো রাজনৈতিক অঙ্গীকার। কোনও দল অঙ্গীকার করলে তারা অবশ্যই সংস্কার করবে। আপনারা সংস্কারের যে প্রস্তাব দেবেন তা নির্বাচনের পর পার্লামেন্টের মাধ্যমেই তো পাস হবে।’

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জিয়া পরিষদের আয়োজনে নাটোর জেলা পরিষদ অডিটেরিয়ামে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছিল। বিএনপি জনসম্পৃক্ত দল, জনগণের পক্ষের দল। যারা বিএনপি নিয়ে ষড়যন্ত্র করেছে তারা আজ কোথায়!’

ভারতের উদ্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা বিশ্বাস করে না। তারা ভাবে এ দেশ তাঁবেদার রাষ্ট্র থাকবে। দেশ ভারতের পক্ষে থাকবে, তারা বেছে রেখেছিল তাদের আনুগত্য কে করবে। সে কারণে একটি দুনিয়া কাঁপানো ফ্যাসিবাদের পতন হয়েছে। তাদের দেশে ফ্যাসিবাদ পালিয়ে গেলো। এখন তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, দেশ নাকি ধ্বংস হয়ে গেছে, দেশ নাকি আর নেই।’

সেমিনারে নাটোর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় ও নাটোর জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জিয়া পরিষদের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, রাজশাহী জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিল্পব, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব মো. আসাদুজ্জামান আসাদসহ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।