রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) প্রথম শিফটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত পাঁচটি বিভাগীয় কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে রাবি কেন্দ্রের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তিনটি ভুল পাওয়া গেছে।
প্রশ্নপত্রের তিন (৩) নম্বর সেটের বাংলা অংশের ১৩, ১৬ ও ২৩ নম্বর প্রশ্নে ভুল পাওয়া গেছে। প্রশ্নে দেখা গেছে, ১৩ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ‘দিলদরিয়া কোন সমাস?’। যার সঠিক উত্তর হবে রূপক কর্মধারয় সমাস। কিন্তু প্রশ্নপত্রে প্রদত্ত চারটি অপশনের কোনোটিতেই সঠিক উত্তর দেওয়া নেই।
১৬ নম্বর প্রশ্নে ‘আন্না’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে। যার সঠিক উত্তরটি হবে ‘আর+না’। কিন্তু প্রশ্নে প্রদত্ত অপশনের কোনোটিতেই এই অপশন ছিল না। কিন্তু ‘খ’ নম্বর অপশনে ‘আব+না’ এর সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ থাকলেও তা প্রকৃতপক্ষে সঠিক উত্তর নয়।
এরপর ২৩ নম্বর প্রশ্নে ‘অমোঘ-মহাপ্রাণ’ ধ্বনিগুচ্ছ কোনটি তা জানতে চাওয়া হয়েছে। কিন্তু বাংলা ব্যাকরণে ‘অমোঘ-মহাপ্রাণ’ বলে কোনও ধ্বনির উল্লেখ নেই। উত্তরপত্রের ক নম্বর অপশনের সাথে ব্যাকরণের ‘অঘোষ মহাপ্রাণ’ ধ্বনির সাদৃশ্য রয়েছে।
রাবি কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন জানান, প্রশ্নপত্রে কোনও ভুল নেই। সবগুলো প্রশ্নে সঠিক উত্তর দেওয়া আছে।
তবে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শাহিদ ইকবাল জানান, প্রশ্নপত্রের তিনটি প্রশ্নে ভুল রয়েছে। পাশাপাশি অমোঘ-মহাপ্রাণ বলে কোনো শব্দ বাংলা ব্যকরণে পাওয়া যায় না।
রাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ খান জানান, ভুল হয়ে থাকলে সেটি অনাকাঙ্ক্ষিত। যদি ভুল প্রমাণিত হয় তাহলে প্রত্যেক পরীক্ষার্থীকে এই তিনটি প্রশ্নের নম্বর প্রদান করা হবে।
এদিকে এখনো ‘এ’ ইউনিটের (মানবিক) দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর আড়াইটায় শুরু হয়েছে। চলবে এক ঘণ্টা।
এর আগে, গত ১২ এপ্রিল অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষায় ভুলক্রমে শিক্ষার্থীদের দেওয়া হয়েছিল ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) উত্তরপত্র (ওএমআর শিট)। বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ অ্যাকাডেমিক ভবনের ২০১, ২০৩ ও ২০৪ নম্বর কক্ষ, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন ও স্যার জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবনে এ ঘটনা ঘটে।