বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার, কারাগারে প্রেরণ

বগুড়ার সারিয়াকান্দিতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম মুনুকে গ্রেফতার করা হয়েছে। বিএনপি নেতার নাশকতার মামলায় পুলিশ বুধবার মধ্যরাতে হাসপাতাল মোড়ের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাশেদুল ইসলাম মুনু বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার হিন্দুকান্দি গ্রামের মৃত জাফর মণ্ডলের ছেলে। তিনি সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য।

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় বিএনপি নেতা সাইন রেজা সারিয়াকান্দি থানায় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা করেন। এ মামলায় রাশেদুল ইসলাম মুনু ১২৭ নম্বর আসামি। পুলিশ গোপনে খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার হাসপাতাল মোড়ের ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।

ওসি জামিরুল ইসলাম জানান, গ্রেফতার সাবেক ছাত্রলীগ সভাপতি মুনুর বিরুদ্ধে মামলার তদন্ত চলছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।