পাবনায় ব্যবসায়ীকে হত্যা

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় মহাসড়কের পাশে জাহিদুল মোল্লা (৬০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) সকালে পাবনার আতাইকুলার ডেমরা-আতাইকুলা সড়কের তেবাড়িয়া হাজির বটতলা নামক স্থানে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত জাহিদুল মোল্লা পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলে হাট এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে ও পেশায় একজন কাঠ ব্যবসায়ী।

আতাইকুলা থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম বলেন, সকালে কৃষকরা মাঠে কাজ করতে এলে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং কাজ করছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।

নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, গতকাল বিকালে কাঠের ব্যবসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।