মহাসড়কে চাপ বাড়লেও নেই জট, স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ

ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। তবে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সরেজমিনে সিরাজগঞ্জের মহাসড়কের ঘুরে দেখা গেছে, যানবাহনের চাপ বাড়লেও এই মহাসড়কে কোথাও কোনও ধীরগতি বা যানজটের সৃষ্টি হয়নি। স্বাভাবিক গতিতে চলাচল করছে সব ধরনের যানবাহন। এখন পর্যন্ত এই মহাসড়কে যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে দেখা যায়নি।

সিরাজগঞ্জ লাইন বাসের চালক হাফিজুর রহমান বাবু বলেন, ঈদ উপলক্ষে গত মঙ্গলবার থেকেই মানুষ ঘরে ফেরা শুরু করেছে। তবে গত দুই দিনের চেয়ে আজকে অফিস আদালত ছুটি হওয়ার কারণে যাত্রীদের চাপ একটু বেশি দেখা যাচ্ছে। আগামীকাল থেকে চাপ আরও বাড়বে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, গত দুই দিনের চেয়ে আজ সকাল থেকে মহাসড়কে কিছুটা যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। ঈদের সময় যত এগিয়ে আসবে মহাসড়কে যানবাহনের চাপও তত বাড়তে থাকবে।

ওসি বলেন, এবারের ঈদযাত্রায় আমাদের হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সিরাজগঞ্জের মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশা করছি, কোনও দুর্ভোগ ছাড়াই ঘরে ফিরবে মানুষ।