বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল গফুর শাহর (৪০) বাড়ি থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। গ্রেফতার এক চোরের স্বীকারোক্তিতে নওগাঁ ডিবি পুলিশ ও আত্রাই থানা পুলিশ শনিবার গভীর রাতে তার কাহালুর পিলকুঞ্জ গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে।
এ ঘটনায় রবিবার (২৩ মার্চ) উপজেলা বিএনপি তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিস্কার করেছে।
কাহালু থানার ওসি আবদুল হান্নান ওই বিএনপি নেতার বাড়ি থেকে চোরাই গরু উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সম্প্রতি নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বেশ কয়েকটি গরু চুরি হয়। এ ব্যাপারে আত্রাই থানায় মামলা হয়। আত্রাই থানা পুলিশ এক চোরকে গ্রেফতার করলে তিনি স্বীকারোক্তি দেন। তিনি জানান, গরুগুলো বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ ফকিরপাড়া গ্রামে আবুল হোসেনের ছেলে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল গফুর শাহর বাড়িতে আছে। এর প্রেক্ষিতে নওগাঁ ডিবি পুলিশ ও আত্রাই থানা পুলিশ বগুড়ার কাহালু থানা পুলিশের সহযোগিতায় শনিবার রাত আড়াইটার দিকে পিলকুঞ্জ ফকিরপাড়া গ্রামে বিএনপি নেতা আবদুল গফুর শাহর বাড়িতে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে গফুর শাহ পালিয়ে যায়। এরপর গ্রেফতার চোরের দেখিয়ে দেওয়ামতে পুলিশ ওই বাড়ির গোয়ালঘর থেকে চোরাই ১৩টি গরু উদ্ধার করে।
কাহালু থানার ওসি আবদুল হান্নান ও কালাই ইউনিয়নের চেয়ারম্যান জোবায়ের হোসেন সবুজ বিএনপি নেতা গফুর শাহর বাড়ি থেকে চোরাই গরু উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, রবিবার বিকালে কাহালু উপজেলা বিএনপির দফতর সম্পাদক মো. শাহজালাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদের সিদ্ধান্তক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির কালাই ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আবদুল গফুর শাহকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক কোনও সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বহিষ্কৃত বিএনপি নেতা আবদুল গফুর শাহর মোবাইল ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি।