জয়পুরহাটে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তিকে হত্যা: মা ও দুই ছেলে গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামে সাইদুল ইসলাম হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মা ও দুই ছেলে বগুড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১২-এর বগুড়া কোম্পানির সদস্যরা বুধবার রাতে শাজাহানপুর উপজেলার পেরিরহাট, গন্ডগ্রাম ও বেতগাড়ী বাইপাস মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করেছেন। আইনি ব্যবস্থা নিতে তাদের জয়পুরহাটের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১২-এর বগুড়া কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি মো. মনিরুজ্জামান বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছেন।

গ্রেফতার আসামিরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের শহিদুল ইসলামের ছেলে আয়নাল ইসলাম (৩২), তার ভাই আল আমিন (২৮) ও মা জহুরা বেগম (৪৫)।

র‌্যাব ও মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৯ জানুয়ারি পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামে জমিতে আইল দেওয়া নিয়ে বিরোধে আসামিরা সাইদুল ইসলামকে (৫৮) এলোপাতাড়ি মারধর করেন। ৩০ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। এ ঘটনায় পাঁচবিবি থানায় হত্যা মামলা করা হয়। বুধবার রাত পৌনে ১টার দিকে গোপনে খবর পেয়ে র‌্যাব বগুড়ার গাবতলীর পেরিরহাট বাজারের পাশে অভিযান চালিয়ে এজাহারনামীয় ২ নম্বর আসামি আয়নাল ইসলামকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যমতে রাত সোয়া ২টার দিকে শাজাহানপুরের বেতগাড়ি বাইপাস মোড় এলাকা থেকে ৩ নম্বর আসামি আল আমিন এবং রাত সোয়া ৪টার দিকে গন্ডগ্রাম থেকে ৪ নম্বর আসামি জহুরা বেগমকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।