নওগাঁর আত্রাইয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে স্বর্ণালঙ্কার ও টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আহসানগঞ্জ হাটসংলগ্ন মালাধার সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতদের রডের আঘাতে নান্টু প্রামাণিক (৪০) নামের ওই স্বর্ণ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি উপজেলার দাঁড়িয়াগাথী গ্রামে। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, তার কাছ থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ৩০০ ভরি চাঁদির অলঙ্কার ও দুই লাখ টাকা নিয়ে গেছে ডাকাতরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নান্টু প্রামাণিক দীর্ঘদিন ধরে আত্রাই উপজেলা সদরের সাবরেজিস্ট্রি অফিসসংলগ্ন স্বর্ণপট্টি এলাকায় স্বর্ণের ব্যবসা করেন। তার ব্যবসাপ্রতিষ্ঠানের নাম রিংকু জুয়েলার্স। প্রতিদিন দোকানে বেচাবিক্রি ও স্বর্ণালঙ্কারের কাজ শেষ করে দোকানের মজুত স্বর্ণালঙ্কার ও টাকা বাড়িতে নিয়ে যান। সোমবার রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে মোটরসাইকেলে করে নিয়ে বাড়িতে ফিরছিলেন। আহসানগঞ্জ হাটসংলগ্ন মালাধার সেতুর কাছে পৌঁছালে ডাকাত দল পেছন থেকে তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে তাকে উপর্যুপরি আঘাত করে ব্যাগে থাকা স্বর্ণালঙ্কার, চাঁদির অলঙ্কার ও নগদ টাকা লুট করে নেয় ডাকাতরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সংবাদ পেয়ে রাতেই নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কুদরত-ই খোদা, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন, ওই ব্যবসায়ীর মাথায় ও হাতে আঘাত করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ডাকাতরা। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।