শেখ হাসিনা খেলা শুরু করেছেন: টুকু

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার বিষয়টি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘শেখ হাসিনার ভাত খাওয়ার সময় হয়নি। আজ সবই আছে তিনি নাই, তিনি কোথায়? মাঝে মাঝে টেলিফোনে এলোমেলো কথা বলে খেলা শুরু করছেন; হাসিনা খেলা শুরু করছেন।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমি হিন্দুদের বলি; আপনারা হাসিনার পাতা ফাঁদে পা দেবেন না। টুকুর একবিন্দু রক্ত থাকতে সিরাজগঞ্জের হিন্দুদের কোনও ক্ষতি হতে দেবে না। কিন্তু আজকাল কিছু আওয়ামী হিন্দু হয়েছে। তাদের মাধ্যমে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে। আমি হাসিনাকে বলি, এসব করে লাভ হবে না; আপনার মনের আশা পূরণ হবে না।’

তিনি বলেন, ‘আমাকে হাসিনা সিরাজগঞ্জ ও বাংলাদেশের রাজনীতি থেকে একবারে সরিয়ে দিতে চেয়েছিল। সে চেয়েছিল আমাকে জেলে দেবে। যখন আমি জেল থেকে বের হবো তখন আর আমার নির্বাচন করার ক্ষমতা থাকবে না। কিন্তু আমি বলেছিলাম, আমি হাসিনার জেলে যাবো না, ইন্টারনেটের মাধ্যমে আন্দোলনের কাজ করে যাবো।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এখনও যুদ্ধ শেষ হয়নি, আরও যুদ্ধ করতে হবে। আর আমি জানি, আপনারা সেই যুদ্ধ করতে প্রস্তুত। সুতরাং শত্রুকে কখনও ছোট ভাববেন না, শত্রু শত্রুই। সাপ দেখলে যেমন বাড়ি দিয়ে মারতে হয়, শত্রুর ক্ষেত্রেও তাই।’

টুকু বলেন, ‘তারা (আ.লীগ) কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। শেখ হাসিনা বলে আবু সাঈদের গুলি লেগেছে, তাহলে রক্ত কই? টুকু প্রশ্ন করেন, যদি আজ জয়ের (শেখ হাসিনার ছেলে) এমন গুলি লাগতো তাহলে তুমি এই কথা বলতে পারতে; সাঈদের মাকে জিজ্ঞেস করো তার কলিজায় কেমন লাগছে।’

কামারখন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথানের পরিচালনায় ও কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।