ফ্রিজে মায়ের লাশ, রিমান্ডে ছেলে

বগুড়ার দুপচাঁচিয়ায় হাত খরচের টাকা না পেয়ে মা উম্মে সালমা খাতুনকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রাখার ঘটনায় ছেলে সাদ বিন আজিজুর রহমানের (১৯) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দিকা রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম। 

ওসি বলেন, ‘উম্মে সালমাকে হত্যা ও লাশ গুমের মামলার একমাত্র আসামি ছোট ছেলে সাদকে বুধবার বিকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। স্বীকারোক্তি দিতে অস্বীকার করায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

গত রবিবার দুপুরে দুপচাঁচিয়ার জয়পুরপাড়া এলাকায় ‘আজিজিয়া মঞ্জিল’ নামের চারতলা বাড়ি থেকে উম্মে সালমার লাশ উদ্ধার হয়। উম্মে সালমা দুপচাঁচিয়া ডিএস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজুর রহমানের স্ত্রী। গ্রেফতার সাদ ওই মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিং করে র‍্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর মো. এহতেশামুল হক খান বলেছেন, ‘হাত খরচের টাকা নিয়ে মা সালমার সঙ্গে ঝগড়া হয় ছেলে সাদের। একপর্যায়ে রাগ করে না খেয়ে বাড়ির বাইরে চলে যান। ফিরে এসে মাকে হত্যা করে লাশ রেফ্রিজারেটরে লুকিয়ে রাখেন। ঘটনা ধামাচাপা দিতে কুড়াল দিয়ে আলমারি ভাঙচুর করেন, যাতে ঘটনাটি ডাকাতির চেষ্টা বলে মনে হয়। পরে তদন্ত করে ছেলে সাদকে সোমবার রাতে কাহালু উপজেলার আড়োবাড়ি গ্রাম থেকে গ্রেফতার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’