নওগাঁয় বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ছয়টি উদ্ধার

নওগাঁর বদলগাছীতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া অবিস্ফোরিত ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গোবরচাঁপা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ফলে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ‍
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাতে উপজেলার মিঠাপুরের দিক থেকে একটি মাইক্রোবাস আসছিল। ওই মাইক্রোবাসটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আসা মাত্রই হঠাৎ করে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে ওই মাইক্রোবাস থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে। এতে কারও ক্ষতি না হলেও বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাইক্রোবাসটি গোবরচাঁপা হয়ে বদলগাছীর দিকে চলে যায়।

বদলগাছী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান বলেন, ‘আমি শব্দ শুনতে পেয়ে সেখানে যাই। গিয়ে শুনতে পাই দুটো ককটেল বিস্ফোরণ হয়েছে। মাইক্রোবাস থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে।’ 

বদলগাছী থানার ওসি শাহ্জাহান আলী বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হই। সেখান থেকে অবিস্ফোরিত তাজা ছয়টি ককটেল উদ্ধার করা হয়। তবে সেখানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।