যুবলীগ কর্মী নাহিদকে মারধর, উদ্ধার করে কারাগারে পাঠালো পুলিশ

বগুড়া সদর আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর দেহরক্ষী যুবলীগ কর্মী নিঝুম আনসারী নাহিদকে (৩৮) গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ডিবি পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে শহরের মফিজ পাগলার মোড় এলাকায় কয়েকজন যুবক তাকে মারধর করে। সেখান থেকে উদ্ধার করে পুলিশ।

নিঝুম আনসারী নাহিদ বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ লেনের মামুনুর রশিদের ছেলে। তার নামে ২০১৩ সালে শিবির নেতা আবু রুহানী হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। ওসব মামলায় গ্রেফতার দেখানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর দেহরক্ষী যুবলীগ কর্মী নাহিদ সোমবার দুপুরে রিকশায় করে শহরের শেরপুর সড়ক দিয়ে ঠনঠনিয়ার দিকে যাচ্ছিলেন। মফিজ পাগলার মোড়ে পৌঁছালে মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক পথরোধ করে তাকে মারধর শুরু করেন। পরে জামায়াতের এক নেতা পুলিশকে খবর দিলে উদ্ধার করে থানায় নিয়ে যায় ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজ হাসান বাংলা ট্রিবিউনকে, ‌‘যুবলীগ কর্মী নাহিদ ছাত্রশিবির নেতা আবু রুহানী হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। তার বিরুদ্ধে আরও দুটি হত্যা ও দুটি বিস্ফোরক আইনে মামলা রয়েছে। বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’