নাটোরের গুরুদাসপুরে প্রায় ছয় মাস আগে বাকিতে ৩০ বস্তা চাল বিক্রি করেন বিএনপি কর্মী ও চাল ব্যবসায়ী রিজভী আহমেদ রাকিব। তার ওই চাল কেনেন ব্যবসায়ী ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও তার ভাই জাহাঙ্গীর হোসেন।
জানা গেছে, বারবার চেয়েও ওই টাকা উদ্ধার করতে পারেননি পারেননি রাকিব। এরপর একই এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজনকে নিয়ে টাকা আদায় করতে যান তিনি। শুক্রবার রাত ৯টার দিকে তাৎক্ষণিক টাকা দিতে রাজি না হলে ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে আসার চেষ্টা করে তারা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এতে উভয়পক্ষের ১১ জন আহত হন।
এর মধ্যে বিএনপির আহতরা হলেন আব্দুল হামিদের ছেলে শাকিল আহমেদ (২২), মৃত গফুর প্রামাণিকের ছেলে মিলন প্রামাণিক (৪০), সাইফুল ইসলামের ছেলে সাব্বির (১৯), জাহিদের ছেলে জনি (২২), ইমরানের ছেলে শামীম (৩৮) ও সাইফুল (৪২)।
আওয়ামী লীগের পক্ষের আহত হয়েছেন জাহাঙ্গীর, জাহিদুল, অমি, মেহেদীসহ তিন গৃহবধূ।
গুরুতর আহত শাকিলসহ পাঁচ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে সাব্বির ও শামীমকে। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকালে জানান, ওই ঘটনায় কোনও অভিযোগ আসেনি। এখন পর্যন্ত কোনও মামলা বা কাউকে আটক করা হয়নি।