ফুটবল খেলার সময় বজ্রাঘাতে দুই স্কুলছাত্রের মৃত্যু, আহত ৫

বগুড়ার শেরপুরে ফুটবল খেলার সময়ে বজ্রাঘাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরও পাঁচ জন আহত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা আলাদি বিলপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো—সুঘাট ইউনিয়নের জয়লা আলাদি গ্রামের মওলা বক্সের ছেলে স্থানীয় কল্যাণী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম (১৪) এবং তার বন্ধু পার্শ্ববর্তী খানপুর ইউনিয়নের চর খানপুর গ্রামের আবুল তালেবের ছেলে খানপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মোরসালিন ইসলাম (১৩)।

আহতরা হলো—জয়লা জোয়ান গ্রামের জহুরুল ইসলামের ছেলে রুস্তম আলী (১৭), মইনুদ্দিনের ছেলে জাকারিয়া (১২), আবদুস সাত্তারের ছেলে সিহাব উদ্দিন (১৩), আশরাফুল ইসলামের ছেলে রাসেল উদ্দিন (১৭) ও আফতাব উদ্দিনের ছেলে মিরাজুল ইসলাম (১১)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জয়লা আলাদি গ্রামে বাঙালি নদী থেকে বালু তুলে বিলপাড়া গ্রামের মাঠে স্তূপ করে রাখা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে মোরসালিন, জাহিদ ও অন্যরা বালুর স্তূপের ওপর ফুটবল খেলছিল। বিকাল ৩টার দিকে হঠাৎ ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত শুরু হয়। এ সময় মাঠে বজ্রাঘাত হলে জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় মোরসালিনসহ ছয় জন। তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মোরসালিন মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিরাজুম মনিরা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বজ্রাঘাতে মৃত অবস্থায় দুই ছাত্রকে এখানে আনা হয়েছে। তাদের মৃত ঘোষণার পর লাশ নিয়ে গেছেন স্বজনরা। পাশাপাশি আহত অবস্থায় পাঁচ জনকে আনা হয়। এর মধ্যে তিন জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জিয়ারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই স্কুলছাত্র বন্ধুর মৃত্যুতে শুধু পরিবার নয়; পুরো গ্রামে শোকের ছায়া নেমেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। সেইসঙ্গে আহত পাঁচ জনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’