পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াফি (৮) ও ইশা (৬) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) দুপুরের দিকে তাড়াশ পৌরসভার কোহিত গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াফি ও ইশা পরস্পর আপন দুই বোন। তারা কোহিত গ্রামের হজরত আলীর মেয়ে। দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের দাদা স্থানীয় পৌর কাউন্সিলর রব্বেল আলী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কোহিত গ্রামের হজরত আলীর মেয়ে ইয়াফি ও ইশা গোসল করার জন্য বাড়ির পাশের পুকুরে নামে। দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় তাদের খুঁজতে থাকেন শিশুদের মা। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখেন। সেখান থেকে দুই বোনকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুম মুনিরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে কথা বলতে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।