উল্লাপাড়ায় পিকআপচাপায় প্রাণ গেলো অটোরিকশাচালকসহ দুজনের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপ ভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার (৮ মে) সকালে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকাপালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে অটোরিকশার যাত্রী নজরুল ইসলাম (৪৭) ও চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে অটোরিকশাচালক আব্দুল গফুর (৫৫)। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ওয়াদুদ বলেন, ‘সকালে পাবনা থেকে একটি পিকআপ ভ্যান সিরাজগঞ্জ রোডের দিকে আসছিল। পিকআপ ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার এক যাত্রী নিহত ও চালকসহ তিন জন আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে অটোরিকশাচালক মারা যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’