শাসন করতে গিয়ে ছুরির আঘাতে মেয়ের মৃত্যু, গ্রেফতার বাবা

বগুড়ার কাহালুতে ঠিকমতো পড়াশোনা না করায় ক্ষুব্ধ বাবা বাজারের ব্যাগ দিয়ে আঘাত করলে তাতে থাকা ছুরি পেটে ঢুকে রাহি মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার সাঘাটিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির বাবা আবদুর রহিমকে (৪০) দুপুরে রেজিস্ট্রি অফিস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শিশুসন্তান নিহতের ঘটনায় সন্ধ্যায় মা রিজিয়া খাতুন কাহালু থানায় স্বামী রহিমের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

কাহালু থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম জানান, বাবা শাসনের জন্য বাজারের ব্যাগ দিয়ে আঘাত করলে এতে থাকা ছুরি শিশুটির পেটে ঢুকে যায়। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া ওই ছুরিটি জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু রাহি মনি বগুড়ার কাহালু পৌরসভার সাঘাটিয়া গ্রামের কৃষক আবদুর রহিমের দ্বিতীয় সন্তান। শিশুটি স্থানীয় কাহালু ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইবতেদায়ী শাখার প্রথম শ্রেণিতে পড়তো। রাহি মনি ঠিকমতো লেখাপড়া না করে খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত থাকতো। মঙ্গলবার সকাল ৮টার দিকে সে পড়তে না বসে খেলাধুলা করছিল। এতে বাবা আবদুর রহিম ক্ষুব্ধ হয়ে তাকে বাজারের ব্যাগ দিয়ে আঘাত করেন। কিন্তু তার অজান্তে ব্যাগে থাকা ছুরি শিশু রাহি মনির পেটে ঢুকে যায়। স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই রহিম বাড়ি থেকে পালিয়ে যান।

শিশুটির মা রিজিয়া খাতুন জানান, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। শাসন করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

কাহালু থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম জানান, শিশুটির বাবা আবদুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। আদরের মেয়েকে অনিচ্ছাকৃত হত্যার জন্য তিনি অনুতপ্ত। বুধবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হবে।