সিরাজগঞ্জে জাল ভোট দেওয়ায় দুজনের ৬ মাসের কারাদণ্ড 

সিরাজগঞ্জ-৩ আসনের একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৭ জানুয়ারি) দুপুরে রায়গঞ্জ উপজেলার বাসুদেবকোল শ্রীরামেরপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের আটক করে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন বাসুদেবকোল দক্ষিণপাড়ার আছের আলীর ছেলে ইকবাল হোসেন সরকার (৪১) ও একই এলাকার নুরুল ইসলাম সরকারের ছেলে মোবারক হোসেন (৪০)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, ‘ওই দুই ব্যক্তি ছদ্মবেশে ভোটারদের লাইনে দাঁড়িয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করেছেন। সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে জাল ভোট দেওয়ার কথা স্বীকার করেন। দণ্ডবিধির ১৮৬০-এর ১৭১-চ ধারা অনুযায়ী তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’