সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই তাঁত শ্রমিকের মৃত্যু 

সিরাজগঞ্জের বেলকুচিতে সুতার মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিউলি খাতুন (৩২) ও মারুফ হোসেন (১৩) নামে দুই তাঁত শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর বাসতলা গ্রামে ও ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই গ্রামে এ ঘটনা  ঘটে। 

নিহত শিউলী খাতুন বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর বাসতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী এবং মারুফ হোসেন তামাই গ্রামের মৃত শামীম হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাঁতের বিদ্যুৎচালিত সুতার টুইস্টিং মেশিনে কাজ করতে গিয়ে বুধবার বিকালে উপজেলার দৌলতপুর বাসতলা গ্রামের নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিউলী ও মারুফের মৃত্যু হয়।

বেলকুচি থানা পুলিশের ওসি খায়রুল বাশার বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, উপজেলার পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা গেছেন। জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শিউলির পারিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। আর মারুফের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।