ছেলের ঋণের মামলায় কারাগারে থাকা বাবার মৃত্যু

ছেলের ঋণের মামলায় সিরাজগঞ্জ জেলা কারাগারে থাকা নুরুল ইসলাম (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৪ আগস্ট) সকালে হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নুরুল ইসলাম শাহজাদপুর উপজেলার খুকনী গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ কারাগারের জেলার মো. ইউনুস জামান। 

খোঁজ নিয়ে জানা গেছে, আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম। ঋণের জামিনদার ছিলেন বাবা নুরুল ইসলাম ও ছোট ভাই শরিফুল ইসলাম। ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ সিরাজগঞ্জে অর্থঋণ আদালতে বাবা ও দুই ছেলের বিরুদ্ধে মামলা করে। মামলায় তাদের সাজা হয়। পরে নুরুল ইসলাম ও শরিফুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

জেলার ইউনুস জামান বলেন, ‘ঋণের মামলায় নুরুল ইসলামসহ তার দুই ছেলের ছয় মাসের সাজা হয়। গত ৩ জুলাই নুরুল ইসলামকে কারাগারে আনা হয়। এর কয়েকদিন পর তার ছেলে শরিফুল ইসলামকে কারাগারে আনা হয়। কিন্তু মূল অভিযুক্ত আরিফুল পলাতক রয়েছেন।’

দীর্ঘদিন ধরে নুরুল ইসলাম শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন উল্লেখ করে ইউনুস জামান আরও বলেন, ‘সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মৃত্যুতে কারাগারে থাকা ছেলেকে জামিন দিয়েছেন আদালত। সকালে তাকে মুক্তি দেওয়া হয়েছে।’