বাঘাবাড়ি তেল ডিপোতে লরিতে আগুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি অয়েল ডিপোর ভেতরে থাকা একটি লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার গোলাম কিবরিয়া জানান, সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে বাঘাবাড়ি ও পাবনার বেড়া ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট এসে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, লরির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।