মানববন্ধনের একদিন পর ওসিকে প্রত্যাহার, এসপি বললেন ‘রুটিন ওয়ার্ক’

সিরাজগঞ্জের বেলকুচি থানার ওসি আসলাম হোসেনের বিরুদ্ধে মানববন্ধনের একদিন পরই তাকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৫ জুন) তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। তবে এটাকে রুটিন ওয়ার্ক বলে জানিয়েছেন পুলিশ সুপার। 

এর আগে রবিবার দুপুরে ওসি আসলাম হোসেনকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে বেলকুচি উপজেলা জনপ্রতিনিধি ফোরাম। 

এতে উপজেলার পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, পৌরসভার মেয়র-কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা অংশ নেন। মানববন্ধন থেকে ওসিকে বদলির জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

ওসির বিরুদ্ধে তাদের অভিযোগ, তিনি স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের মদতপুষ্ট- এ জন্য পক্ষপাতমূলক আচরণ করেন।  

এ বিষয়ে বেলকুচি উপজেলা জনপ্রতিনিধি ফোরামের সভাপতি ও বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওসির প্রত্যাহার আমাদের আন্দোলনের ফসল। এ জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।

জেলা পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল বলেন, বেলকুচি থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এক কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তবে ওসির প্রত্যাহার দাবি করে মানববন্ধনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই, এটি পুলিশের রুটিন ওয়ার্ক।