সিরাজগঞ্জের তাড়াশে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নায়েব আলী (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পাশাপাশি ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, নায়েব বাড়িতে একা ছিলেন। এ সময় প্রতিবেশীর শিশু বেড়াতে এলে তাকে চকলেট কিনে দেওয়ার প্রলোভনে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে আটক করে। পরে পুলিশ খবর পেয়ে তাকে থানায় আনা হয়।
ওসি আরও জানান, ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।