পিকআপচাপায় প্রাণ গেলো রাস্তার পাশে দাঁড়ানো মা-ছেলের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপচাপায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মা-ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন ভ্যানচালক। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চালা গ্রামের খলিলুর রহমানের স্ত্রী করুনা খাতুন ও তাদের সন্তান তরিকুল ইসলাম (৪)। আহত ভ্যানচালক আব্দুল জলিল (৫০) একই এলাকার বাসিন্দা। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, সকালে করুনা ছেলেকে সঙ্গে নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে বাঘাবাড়িগামী একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মা ও ছেলে। নিয়ন্ত্রণহীন পিকআপটি সামনে থাকা আরও একটি ভ্যানকে চাপা দিলে এর চালক আব্দুল জলিল আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। 

ওসি আরও জানান, পিকআপটি জব্দ করা হলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।