নিখোঁজের চার দিন পর কৃষকের লাশ উদ্ধার, আটক ১

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিখোঁজের চার দিন পর কৃষক সাইফুল ইসলামের (৫৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যায় জড়িত শাকিল আহম্মেদ নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা কুন্ডুপাড়া এলাকায় খাল থেকে লাশ উদ্ধার করা হয়। সাইফুল উপজেলার জয়ানপুর গ্রামের মৃত আছের আলীর ছেলে। আটক শাকিল জয়ানপুর গ্রামের আবু বক্কারের ছেলে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত রবিবার আগে থেকে কৃষক সাইফুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তার পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার (১২ অক্টোবর) রাতে সন্দেহভাজন শাকিলকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন তিনি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে ঘুড়কা কুন্ডু পাড়া এলাকার খাল থেকে সাইফুলের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।