চায়ের দোকান থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

পাবনার চাটমোহর উপজেলায় পূর্ব বিরোধের জেরে হাফিজুর রহমান (২৬) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। 

রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হান্ডিয়াল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। হত্যায় জড়িত থাকার অভিযোগে রমজান আলী ফকির (৩৮) নামে একজনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

হাফিজুর রহমান ওই ইউনিয়নের হাসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে। তিনি খৈল-ভুসির ব্যবসা করতেন। অভিযুক্ত রমজান আলী বাঘলবাড়ি গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে স্থানীয় স্লুইস গেটের পাশের চায়ের দোকানে বসেছিলেন হাফিজুর। এ সময় তাকে ডেকে স্লুইসগেটের পাশে নিয়ে যান রমজান। এরপর ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় হাফিজুরকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন। পরে এলাকাবাসী রমজানকে আটক করে পুলিশে খবর দেন।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।