চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএসপি আজমল হোসেন জানান, রাতে সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে যায় র্যাব-৫ এর একটি দল। এ সময় উপজেলার জামতলা ব্রিজ মোড় এলাকায় নাঈমের গতিবিধি সন্দেজনক মনে হলে র্যাব তাকে চ্যালেঞ্জ জানায় এবং আটক করে। পরে তার দেহ তল্লাশী করে এসব আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।