এর আগে জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগর স্টেশনে যাত্রাবিরতি করতো কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটোর স্টেশনে ৭৯৪/৭৯৩ পঞ্চগড় এক্সপ্রেস ও ৭৯৮/৭৯৭ কুড়িগ্রাম এক্সপ্রেস এবং জয়পুরহাট স্টেশনে ৭৯৩/৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের অফিশিয়াল স্টপেজ দেওয়া হয়েছে যা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
নাটোর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, এ সংক্রান্ত চিঠি না পেলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম শিমুল নাটোরবাসীর দাবির প্রেক্ষিতে সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ ও দাবি জানিয়ে আসছিলেন।
নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকার বাসিন্দা জালাল উদ্দীন ও রানা জানান, এর মাধ্যমে নাটোরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হল।