স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী মঙ্গল সনাতন ধর্মাম্বলী নারীদের এ প্রচেষ্টা ও শুভাঙ্ক্ষাকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, করোনাভাইরাসের এখন পর্যন্ত কোনও প্রতিষেধক আবিষ্কার হয়নি। বিভিন্ন দেশ প্রতিষেধক আবিষ্কারে আপ্রাণ চেষ্টা করছে। তাই আমাদের উচিত করোনাভাইরাস থেকে বাঁচতে জনসমাগম এড়িয়ে চলা। নিয়মিত হাত সাবান ও স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত রাখা। এছাড়া গ্লাভস ও মাস্ক ব্যবহার করা।