মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ওই ডিলারকে এই শাস্তি দেন। তিনি জানান, উপজেলার কালিবাড়ি ভদ্রঘাট সোনেকা বেগম নামে এক উপকারভোগীর কার্ডে খাদ্যবান্ধব কর্মসূচির ন্যায্যমূল্যের চাল বিতরণ না করে চাল কালোবাজারে বিক্রি করা হয়।
তিনি আরও জানান, অভিযোগ প্রমান হওয়ায় সম্রাট বিপ্লব খান রাজিবের ডিলারশিপ বাতিল করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির নীতিমালা ২০১৭ এর ৬ এর ৮ ধারায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।