Sirajganj-Photo-on-Dhaka-Bogra-highwat-further-restored-02(20-12-19)সিরাজগঞ্জের রায়গঞ্জের ভুইয়াগাঁতী সেতুর নিচে সওজের ‘বিকল্প রাস্তা’ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার থেকে ঢাকা-বগুড়া মহাসড়ক দিয়ে বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, জয়পুরহাট, লালমনিরহাট, গাইবান্ধা ও নওগাঁসহ উত্তরাঞ্চলের ১১ জেলার যানবহন ফের চলতে শুরু করেছে।
সওজ নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম পিকে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে বলেন, ‘ষাটের দশকে নির্মিত সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় বুধবার বিকাল থেকে ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার দিনভর সেতুর নিচে ডাইভারশন বা বিকল্প রাস্তা নির্মাণ করা হয়। শুক্রবার সকাল থেকে ডাইভারশন দিয়ে উত্তরাঞ্চল ও ঢাকার যানবাহন আবারও চলাচল শুরু হয়েছে।’
Sirajganj-Photo-on-Dhaka-Bogra-highwat-further-restored-03-(20-12-19)হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আকতারুজ্জামান বলেন, ‘ডাইভারশন বা বিকল্প রাস্তাটি তড়িঘড়ি নির্মাণ করা হলেও এখনও কমপ্যাকশন ঠিকমত হয়নি। শুক্রবার সকালে একটি ভারী ট্রাক মাঝপথে আটকে যায়। এরপর যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেকার দিয়ে সরানোর কারণে বিকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়।’