বগুড়ার বিলে পাওয়া টুকরো টাকা বাংলাদেশ ব্যাংকের

শাজাহানপুর উপজেলার জালশুকা বড় চান্দাই গ্রামে খাউড়ার বিল থেকে উদ্ধার টুকরো টাকা কালো টাকা নয়। উদ্ধার হওয়া টাকা বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার নষ্ট বা বাতিল হওয়া টাকা। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী বাতিল টাকা আগুনে পুড়িয়ে ধ্বংস না করে বিলে ফেলে দেওয়ার ঘটনায় জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করেছিল, কোনও কালো টাকার মালিক আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে ওই টাকাগুলো ধ্বংস করতে চেয়েছিল।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন বগুড়া শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জালশুকা বড় চান্দাই গ্রামে খাউড়ার বিলে গিয়ে দেখা গেছে, শত শত মানুষের ভিড়। বগুড়া-বাগবাড়ি সড়কের পাশের বিলে যাওয়া কাঁচা সড়কে ছড়িয়ে ছিটিয়ে আছে ১০ টাকা থেকে হাজার টাকা নোটের গোল ও বিভিন্নভাবে টুকরো করা অংশ। স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ বিল থেকে টাকার টুকরো বস্তায় তুলছিলেন। সবার মুখে একই প্রশ্ন, বাতিল টাকা পুড়িয়ে না ফেলে বিলে ফেলা হলো কেন?

408fcba0b88b64d23601a9ad462835d5-5d89cd47545d8প্রত্যক্ষদর্শী ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামের মাসুদ নামে এক তরুণ জানান, সকালে বাগবাড়ি সড়ক দিয়ে যাবার পথে খাউড়ার বিলে টাকার টুকরো উড়তে দেখেন। আশপাশের লোকজন টের পেয়ে টাকা দেখতে ছুটে আসেন। কৌতূহলী জনগণ ও বাচ্চারা বিলে নেমে টাকাগুলো দেখতে থাকেন। শিশুরা টুকরো টাকাগুলো নিয়ে খেলায় মেতে ওঠে।

তিনি আরও জানান, স্থানীয়রা প্রথমে ভেবেছিলেন কোনও কালো টাকার মালিক প্রশাসনের হাত থেকে বাঁচতে টাকাগুলো কেটে বিলে ফেলে গেছেন। পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে আসার পর বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন, টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের।

বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জগন্নাথ চন্দ্র ঘোষ বলেন, বাতিল টাকাগুলো টুকরো করে এক হাজার ৮০০ বস্তায় রাখা হয়েছে। এসব নষ্ট করতে পৌরসভাকে চিঠি দেওয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষ ২৪০ বস্তা নিয়ে ডাম্পিং সেন্টারে না ফেলে বিলে ফেলেছেন।

বাংলাদেশ ব্যাংকে বাতিল টাকা পুড়িয়ে ফেলার ব্যবস্থা থাকার পরও ডাম্পিং করতে পৌরসভাকে দেওয়া হলো কেন, এর উত্তরে তিনি বলেন, বাতিল টাকা পুড়িয়ে ফেলা ও ডাম্পিং দুটিই করা যায়। তবে কত টাকা বাতিল হয়েছে সে সম্পর্কে তিনি কিছু বলতে রাজি হননি।

757b3729c5118d640a9acf02110bcf78-5d89cd47cc324এ প্রসঙ্গে বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেন, বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালকের বগুড়ায় আসার কথা আছে। তাই ব্যাংকের বগুড়া শাখা কর্তৃপক্ষ বাতিল টাকা ডাম্পিং করতে তাদের চিঠি দিয়েছে। এর প্রেক্ষিতে পৌরসভার কনভারজেন্সি শাখার লোকজন টাকাগুলো ব্যাংক থেকে নিয়ে ডাম্পিং করছে। বিলে ফেলে দেওয়ার বিষয়টি আমার জানা নেই।

বগুড়া পৌরসভার ভারপ্রাপ্ত কনভারজেন্সি ইন্সপেক্টর মামুনুর রশিদ বলেন, বাতিল টুকরো টাকাগুলো বাঘোপাড়া ডাম্পিং সেন্টারে ফেলতে বলা হয়েছিল। কিন্তু ট্রাকচালক মাসুমের বাড়ি ওই এলাকায় (জালশুকা) হওয়ায় সে না বুঝেই বিলে ফেলেছে।

cd79fcea62505c3ecf3f649fbe5c723f-5d89cd47b464fতবে ট্রাকচালক মাসুম দাবি করেছেন, তিনি এক ট্রাক ভর্তি ৩৫ বস্তা টুকরো টাকা বিলে ফেলেছেন।

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বাংলাদেশ ব্যাংকের বাতিল টাকা টুকরো ও গোল করে কাটার পর সেগুলো বিলে ফেলা হয়েছে। নমুনা হিসেবে আট বস্তা টুকরো টাকা উদ্ধারের কথা জানিয়েছেন তিনি। এ বিষয়ে শাজাহানপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।