ফোনে গেম খেলা নিয়ে বিরোধে ছুরিকাঘাত, দুই বন্ধু গ্রেফতার

আহত জিহাদ হোসেন বগুড়ায় মোবাইল ফোনে গেম খেলা নিয়ে বিরোধের জেরে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করা হয়েছে। তার নাম জিহাদ হোসেন (১৬)। শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার নামুজা ইউনিয়নের ধলমোহিনী আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জিহাদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ তার সহপাঠীসহ দুই বন্ধুকে গ্রেফতার করেছে। শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় জিহাদের মা মনোয়ারা বেগম তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।

গ্রেফতার দুই বন্ধু হলো- ধলমোহিনী আকন্দপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিবগঞ্জের ফাঁসিতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন (১৬) ও প্রতিবেশী হেলাল উদ্দিনের ছেলে একই স্কুলের নবম শ্রেণির ছাত্র ফজলুর রহমান বিজয় (১৫)।

সদর থানার এসআই সুমন কুমার ও স্বজনরা জানান, একই গ্রামের আবদুল জলিলের ছেলে জিহাদ হোসেন শিবগঞ্জের ফাঁসিতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সহপাঠী সাব্বির ও নবম শ্রেণির বিজয়ের সঙ্গে তার ভালো বন্ধুত্ব রয়েছে। শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনে গেম খেলা নিয়ে জিহাদের সঙ্গে বন্ধু সাব্বির ও বিজয়ের বাকবিতন্ডা হয়। রাত ১২টার দিকে সাব্বির ও বিজয় বাড়িতে গিয়ে জিহাদকে ঘুম থেকে ডেকে তোলে। কথা বলার একপর্যায়ে সাব্বির সঙ্গে নিয়ে যাওয়া চাকু দিয়ে জিহাদের মাথা, ঘাড় ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে জিহাদের পেট থেকে নাড়িভুড়ি বেরিয়ে পড়ে। স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। প্রতিবেশীরা  রক্তমাখা ছুরিসহ সাব্বিরকে আটক করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বিজয়কেও আটক করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ সেখানে গেলে আটক দুই জনকে তাদের কাছে সোপর্দ করা হয়।

এসআই সুমন কুমার আরও জানান, শজিমেক হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন জিহাদের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সন্ধ্যায় তার মা গ্রেফতার ছেলের দুই বন্ধুর বিরুদ্ধে থানায় মামলা করেছেন। রবিবার তাদের আদালতে হাজির করা হবে।