বড় ভাইয়ের মৃত্যুর ১০ মিনিট পর ছোট ভাইয়ের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বড় ভাই ফকির মিয়ার (৫৬) মৃত্যুর খবর শোনার ১০ মিনিট পরই মারা গেছেন ছোট ভাই গাজী মিয়া (৫০)।

সোমবার (২১ এপ্রিল) রাতে উপজেলার পৌরশহরের কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুই ভাই ওই এলাকার মৃত আহলু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বড় ভাই ফকির মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুর খবর শুনে ছোট ভাই গাজী মিয়া ১০ মিনিটের ব্যবধানে হার্ট অ্যাটাকে মারা যান।

দুই ভাইয়ের এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।