জামালপুরের সরিষাবাড়ীতে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৩ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও সরিষাবাড়ী থানা পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। পরে গ্রেফতারদের মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে সরিষাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী।
সরিষাবাড়ী থানা সূত্রে জানা যায়, উপজেলার পাখিমারা এলাকায় পৃথক দুটি যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় কিশোর গ্যাংয়ের হোতা শীর্ষ সন্ত্রাসী আওনা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন রাজাকে (৩৫) গ্রেফতার করা হয়।
অপর দিকে একই ইউনিয়নের মেন্দারবেড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মদ নাজির উদ্দিন (৬০) ও তার সহযোগী ফারুক হোসেনকে (৩৫) গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারদের কাছ থেকে বিভিন্ন দেশীয় ৯টি অস্ত্র, ১৫ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, ৭টি মোবাইল ফোন, মাদক বেচাকেনার ৬ হাজার ৫৫৭ টাকা, লাইটারসহ মাদক সেবন ও কেনাবেচার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, ‘সেনাবাহিনী ও সরিষাবাড়ী থানা পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী রাজা ও ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, হেরোইন, ইয়াবা উদ্ধার করা হয়। পরে মামলা দায়ের করে গ্রেফতারদের জেলহাজতে পাঠানো হয়েছে।’