জামালপুর জেলা কারাগারে রফিকুল ইসলাম (৪১) নামে এক কয়েদি মারা গেছেন। তিনি চেক জালিয়াতির মামলায় কারাগারে ছিলেন। রবিবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। জেল সুপার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রফিকুল ইসলাম জেলার মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের পূর্ব রেখির পাড় এলাকার আজিম উদ্দিন মোল্লার ছেলে। তিনি চেক জালিয়াতির মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ১ জানুয়ারি কারাগারে নেওয়া হয় তাকে।
কারা কর্তৃপক্ষ জানায়, কয়েদি রফিকুল ইসলাম ডায়েবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। রবিবার সকাল সাড়ে ৭টার খাবারের আগে তিনি ইনসুলিন নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে জেল সুপার আবুল কালাম আজাদ বলেন, ‘সকালে যথারীতি জেলখানা
পরিদর্শন করা হয়। তিনি ফজরের নামাজ শেষে খাবারের আগে ইনসুলিন নেওয়ার সময়
অসুস্থ হয়ে পড়েন। তিনি দীর্ঘদিন থেকে ডায়েবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
উল্লেখ্য, রফিকুল ইসলামকে চেক জালিয়াতির মামলায় আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিলন। এ ছাড়াও তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছিল।