বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হত্যা মামলার পলাতক আসামি ঢাকার ধামরাই উপজেলা যুবলীগ নেতা কামরুল ইসলামকে (৪৩) নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে জেলার মোহনগঞ্জ উপজেলার পূর্ব পেরীরচর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ধামরাই উপজেলা যুবলীগের নেতা ও সাবেক এমপি বেনজির আহামদের ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে।
কামরুল জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন।
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, কামরুলকে গ্রেফতারের বিষয়টি ধামরাই থানাকে জানানো হয়েছে। ধামরাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
পুলিশ জানায়, কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। গোপন সংবাদে ও তথ্য প্রযুক্তির সহায়তায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পূর্ব পেরিরচর গ্রামে তার অবস্থান শনাক্ত করে পুলিশ। শুক্রবার ভোরে ওই গ্রামের একটি বাড়ি থেকে থানার এসআই শফিকুল ইসলাম ও এসআই রবিউল আউয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।