জামালপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালকসহ ৪ জন নিহত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইলের মধুপুর থেকে জামালপুরের দিকে আসা যাত্রীসহ সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সরিষাবাড়ী থেকে ঢাকামুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক আব্দুর রাজ্জাক, যাত্রী আমজাদসহ চার জন নিহত হন।

এ সময় মুমূর্ষু অবস্থায় ওই সিএনজির আরও দুই যাত্রীকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকসহ চালক পালিয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

নিহত অটোরিকশাচালক আব্দুর রাজ্জাকের বাড়ি জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নের কামালখান এলাকায় এবং যাত্রী আমজাদের বাড়ি সরিষাবাড়ী উপজেলায়। এ ছাড়া নিহত অপর দুই যাত্রীর পরিচয় এখনও পাওয়া যায়নি।