যাত্রাপালা ও জুয়ার আসর পুড়িয়ে দিয়েছে পুলিশ

জামালপুরের ইসলামপুরে যাত্রা ও জুয়ার প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার টগারচর গ্রামে যাত্রা ও জুয়ার আসর বসানোর অভিযোগে প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার যমুনা নদীর দুর্গম চর নোয়ারপাড়া ইউনিয়নের টগারচর গ্রামে স্থানীয় লুৎফর কাজীর ছেলে শহিদুল, কাজীর বাজার এলাকার মক্করসহ জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীদের একটি চক্র গত দুদিন ধরে অসামাজিক কার্যকলাপ, অশ্লীল যাত্রা ও জুয়ার আসর পরিচালনা করছিল।

প্রতিরাতে যাত্রাপালার নামে অশ্লীল নাচগান ও জুয়ার আয়োজন হলে যুবসমাজ বিপথে যাওয়াসহ এলাকায় মাদক কারবারি, চুরি, ডাকাতি বাড়ার আশঙ্কা রয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে স্থানীয়রা অসামাজিক কার্যকলাপ বন্ধে জেলার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে। পরে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে ইসলামপুর থানা পুলিশ ও গোয়েন্দা শাখার সদস্যদের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে যাত্রা ও জুয়ার আসর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ বলেন, ‘পুলিশ ও গোয়েন্দা শাখার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে টগারচর এলাকায় দুর্গম চরে অশ্লীল নৃত্য, অসামাজিক কার্যকলাপের জন্য নির্মিত যাত্রা প্যান্ডেল ও মঞ্চ আগুনে পুড়িয়ে দেয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বর্তমানে
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান চলবে।’